Swargaram: আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা । আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ফেরার পথে হামলার অভিযোগ। আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই।

আরও খবর...

৫ মাস হতে চললেও আর জি কর কাণ্ডে এখনও মেলেনি বিচার। কিন্তু বিচার না মেলা পর্যন্ত লড়াই চলবে। এই অঙ্গীকার নিয়ে 'অভয়ার নামে শপথ দিবস' পালন করল চিকিৎসক ও নার্সদের সংগঠন। নতুন বছরের প্রথম দিন আর জি কর মেডিক্যাল চত্বরে বিচার চেয়ে শপথ কর্মসূচি ও মিছিল করলেন চিকিৎসক ও নার্সরা। 

পড়াশোনা করানোর নামে অনুমোদনহীন মাদ্রাসায় জঙ্গিদের বৈঠক? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে, অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর, এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সূত্রের দাবি, মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাসের মাদ্রাসায় নিজের ছেলেকে ভর্তি করেছিল মিনারুল। নিয়মিত সেখানে যাতায়াত ছিল তার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola