Swargaram Plus: নথি চাওয়া হলেও কেন সময়মতো দেননি? প্রশ্ন বিচারকের

ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহর ভাগ্য ঝুলে আদালতে। নথি চাওয়া হলেও মন্ত্রী সময়ে পাঠাননি, সওয়াল ইডির। নথি চাওয়া হলেও কেন সময়মতো দেননি? প্রশ্ন বিচারকের। কী হবে চন্দ্রনাথের, বেল না জেল, বায়দান মঙ্গলবার । গ্রাম থেকে শহর একাধিক রাস্তার অবস্থা বেহাল। শহরে রাস্তার হাল কেমন? তা দেখতে গিয়ে শুক্রবার প্রশ্নের মুখে পড়তে হল মেয়রকে। একদিকে বেহাল রাস্তা, তারমধ্যে আবার বৃষ্টি। আর পুজোই এবার সাথি ছাতা আর রেনকোট। ওই দুটি না থাকলে পুজোয় বেরনো মুশকিল। তেমনটাই বলছে হাওয়া অফিস। এর পাশাপাশি নজর থাকবে শুল্কের পর ট্রাম্পের ভিসা-বোমা। H-1B ভিসা আরও দামি। গুণতে হবে ১ লক্ষ ডলার! তথ্যপ্রযুক্তি শিল্পে এই উদ্বেগ নিয়েও আমরা আলোচনা করব 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola