Swargaram Plus: ৬০০ BLO-কে শোকজ। রাজি না হওয়ার কারণ বিবেচনা করতে পাল্টা আবেদন BLO-দের
ABP Ananda LIVE: SIR শুরুর আগেই বড় পদক্ষেপ কমিশনের। রাজ্যের অন্তত ৬০০ অনিচছুক BLO-কে শোকজ। কেন কাজ করতে রাজি নন, জানাতে হবে কারণ। বিবেচনা করতে পাল্টা আবেদন BLO-দের।
Doctor Molestation Case: উলুবেড়িয়ায় চিকিৎসককে মারধর, ধর্ষণের হুমকি, পাঁচলায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার
উলুবেড়িয়ায় হাসপাতালে চিকিৎসককে মারধর, ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। যে ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। পাঁচলায় এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকে়ড ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন বিজেপি কর্মীরা। উলুবেড়িয়ার হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩। ধৃত যুবকের নাম শেখ সম্রাট, ধৃতের ২ দিনের পুলিশ হেফাজত। CC ক্যামেরার ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এর আগে এই ঘটনায় ট্রাফিক গার্ডে কর্মরত ১ হোমগার্ড-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের ৩ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।