Swargaram Plus : জেলায় জেলায় ভোটার তালিকায় 'ফারাক'! সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বিগ্ন কমিশন

Continues below advertisement

ABP Ananda LIVE : ভোটার তালিকা ম্যাপিং, সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বিগ্ন কমিশন । দার্জিলিং-জলপাইগুড়ি বাদে সব জেলার ভোটার তালিকায় ম্যাপিং শেষ। ভোটার তালিকায় ম্যাপিং, জেলায় জেলায় ভোটার তালিকায় 'ফারাক'! ২০০২-এর সঙ্গে ২০২৫-একাধিক জেলায় ভোটার তালিকায় ম্যাপিংয়ে 'ফারাক'। 'গতবারের থেকে উঃ ২৪ পরগনা, কোচবিহার, পঃ বর্ধমান ৫০%-এরও কম মিল'। ২০০২-এর তুলনায় দঃ ২৪ পরগনায় মাত্র ৫০% মিল: সূত্র। 'পঃ বর্ধমানে গতবারের তুলনায় ভোটার তালিকায় ৪০%-এরও কম মিল!'উত্তর ২৪ পরগনায় গতবারের তুলনায় ভোটার তালিকায় ৪১%-এরও কম মিল। 

 

Doctor Molestation Case: উলুবেড়িয়ায় চিকিৎসককে মারধর, ধর্ষণের হুমকি, পাঁচলায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার

উলুবেড়িয়ায় হাসপাতালে চিকিৎসককে মারধর, ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। যে ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। পাঁচলায় এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকে়ড ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন বিজেপি কর্মীরা। উলুবেড়িয়ার হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩। ধৃত যুবকের নাম শেখ সম্রাট, ধৃতের ২ দিনের পুলিশ হেফাজত। CC ক্যামেরার ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এর আগে এই ঘটনায় ট্রাফিক গার্ডে কর্মরত ১ হোমগার্ড-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের ৩ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola