
Swastha Sathi Corruption: স্বাস্থ্য সাথী প্রকল্পকে সামনে রেখে বেসরকারি হাসপাতালে দুর্নীতির কারবার!
Continues below advertisement
স্বাস্থ্য সাথী প্রকল্পকে সামনে রেখে বেসরকারি হাসপাতালে দুর্নীতির কারবার? স্বাস্থ্য সাথী প্রকল্পে বড় বেনিয়ম! প্যাকেজের সঙ্গে মিলই নেই প্রকৃত বিলের! স্বাস্থ্য সাথী প্যাকেজের চেয়ে রোগীর কাছ থেকে নেওয়া হচ্ছে বেশি টাকা! স্বাস্থ্য ভবনে পাঠানো প্যাকেজের বিলের সঙ্গে মিলও নেই প্রকৃত বিলের! কোথাও চিকিৎসক লিখছেন এক প্যাকেজ, বিল আসছে আরেক প্যাকেজের একাধিক বেনিয়ম সামনে আসার পরেই কড়াকড়ি শুরু স্বাস্থ্য দফতরের। কোন প্যাকেজ? পোর্টালে ব্লকিং-ডিসচার্জ স্লিপ আপলোড করার নির্দেশ। যে চিকিৎসকের অধীন চিকিৎসা, ডিসচার্জ স্লিপে সই করতে হবে সেই চিকিৎসককেই। বেনিয়ম ঠেকাতে সব বেসরকারি হাসপাতালকে নির্দেশ স্বাস্থ্য দফতরের
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Health Department Swastha Sathi Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News