Swasthya Sathi Scheme: '..সেই অপারেশনের টাকা দেবে না সরকার',স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের

Continues below advertisement


Bengal Govt On Swasthya Sathi Scheme: স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দফতরের। ১০ দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিক্যাল অডিট। মেডিক্যাল অডিটের পর পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। বেশকিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের ।  উল্লেখ্যে অতীতে একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কোভিডের সময় বিল বাড়ানো থেকে শুরু করে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। কোভিড বিদায় নিলেও আজও অব্যবহত অনিয়মগুলি। তাই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে অতীতে তাই একাধিকবার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram