Sweta Chakraborty: কীভাবে অয়নের সঙ্গে পরিচয়? এবিপি আনন্দে মুখ খুললেন শ্বেতা চক্রবর্তী |ABPAnandaLive

Continues below advertisement

Sweta Chakraborty: এবিপি আনন্দে (ABP Ananda) মুখ খুললেন অয়ন (Ayan Shill)-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty)। কীভাবে অয়নের সঙ্গে পরিচয়? কেন অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা? এবিপি আনন্দে মুখ খুললেন 'রহস্যময়ী' শ্বেতা চক্রবর্তী। 'অয়ন শীলের সঙ্গে ২০১৮ থেকে পরিচয়'। 'চুঁচুড়ায় (Chunsura) অয়নের থেকে ফ্ল্যাট কিনেছিলাম'। 'ফ্ল্যাট হ্যান্ডওভার না নেওয়ায় টাকা ফেরত দিয়েছিলেন অয়ন'। 'অয়ন শীলের প্রযোজনায় সিনেমায় (Cinema) কাজ করেছি, পারিশ্রমিক নিয়েছি'। 'লিখিত নয়, মৌখিক চুক্তিতে পারিশ্রমিক দেন অয়ন'। 'প্রোডাকশন হাউসে কাজ করতাম বলে গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন'।'২০১৮-য় পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই অয়নের সঙ্গে যোগাযোগ'। 'অয়নের প্রোডাকশন হাউস এবিএস ইনফোজোনের হয়ে সিনেমা, শর্ট ফিল্মও করি'। 'নিয়োগ-দুর্নীতি সম্পর্কে কিছু জানতাম না'। এবিপি আনন্দে দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। 'ইডি (ED) এখনও যোগাযোগ করেনি, চাইলে অবশ্যই সহযোগিতা করব'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram