Tab Scam: রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ, এপিসেন্টার কোথায়? ABP Ananda live
ABP Ananda Live: 'ট্যাব কেলেঙ্কারি পরিচালিত ও নিয়ন্ত্রিত করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে', যেভাবে পরপর কেলেঙ্কারির তথ্য সামনে আসছে , তাতে এটাই অনুমান তদন্তকারীদের। 'ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর' এমনটাই মনে করছে লালবাজার। গতকাল তদন্তে শিক্ষা দফতরের সদর দফতর বিকাশ ভবনে যায় কলকাতা পুলিশের টিম। কলকাতা পুলিশের টিমে ছিল সাইবার বিশেষজ্ঞরা।
দলের একাংশ, 'এলোমেলো করে দে মা লুটেপুটে খাই' নীতি নিয়ে চলছে। এটার ওপর কঠোর নজরদারি দরকার। দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ওপরও সার্ভিল্য়ান্স রাখা হোক। তৃণমূলের একাংশের দুর্নীতি নিয়ে এভাবেই মুখ খুললেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক যখন দুর্নীতি নিয়ে দলের একাংশকে নিশানা করছেন, তখন আইনশৃঙ্খলা ইস্য়ুতে মুখ খুললেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
: কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যাত্রীদের অভিযোগ, প্রায় দিনই বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত করে দেওয়া হচ্ছে।