Tab Scam: তরুণের স্বপ্নে জালিয়াতির ভাইরাস, সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত? ABP Ananda Live
ABP Ananda Live: ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে'। 'মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে 'আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি'। 'যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে'। বাগডোগরা থেকে কলকাতায় ফেরার আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ১৬ লক্ষ ছেলেমেয়ে ট্যাব পায়। অভিভাবকরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে। কোনও দুষ্টচক্র এই সাইবার ক্রাইমের সুযোগ নিয়ে তারা কিছু খারাপ কাজ করেছে। সেগুলো পুলিশ যাথাযথ তদন্ত গ্রেফতার টাকা উদ্ধারের ব্যবস্থা করছে। প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যদি নেতিবাচক কথা বলতে যান তাহলে আগে দেখতে হবে কত মানুষ উপকৃত হয়েছে', বললেন কুণাল।
'আমাদের সব শেষ হয়ে গেল, এখন কোথায় যাব?', আগুনের গ্রাসে সব হারিয়ে হাহাকার নিমতলা ঘাট এলাকার স্থানীয়দের। গতকাল রাতে আগুন লাগে নিমতলা ঘাটে, সকালেও জ্বলছে আগুন।