Tab Scam: ট্যাব-জালিয়তির পর্দাফাঁস! জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ট্যাব-জালিয়তির পর্দাফাঁস! 'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ' । 'কবে ট্যাবের টাকা ঢুকবে, স্কুলের বৈঠক থেকেই জানতে পারত জালিয়াতরা' । 'ডিস্ট্রিক্ট ইউনিক কোড ও স্কুলের লগ ইন আইডি হাতিয়েই লোপাট হয়েছে টাকা' । 'প্রতিটি স্কুলের ইউনিক কোড দেখা যায় অনলাইনে' । 'সাধারণত একই ধরনের হয় ডিস্ট্রিক্ট কোড'
'সেই সুযোগ নিয়েই হাতানো হয়েছে পড়ুয়াদের ট্যাবের টাকা' । 'টাকা ঢুকলেই কমিশন, টোপ দিয়ে ভাড়া নেওয়া অ্যাকাউন্ট' । চোপড়ায় মুখে মুখে ছড়িয়ে দেওয়া হয় কমিশনের কথা, দাবি লালবাজারের
আরও খবর...
মথুরাপুরে আবাস-দুর্নীতির অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র। আবাসের টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে FIR। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতে FIR। তালিকায় নাম তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী, শ্বশুর ও বুথ সভাপতির। ২০১৯-২৩: মথুরাপুরের নগেন্দ্রপুর পঞ্চায়েতে আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি কর্মী দীপু বর। মামলার প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে ২৭ জনের বিরুদ্ধে আবাসের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। ২৭ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ফেরতের নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু ১ বছর পরেও ৩০ লক্ষের মধ্যে মাত্র সাড়ে ৩ লক্ষ টাকা ফেরত দেন অভিযুক্তরা। তারপরই ২৫ জনের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের অভিযোগ করেন বিডিও। দল কাউকে আড়াল করবে না, সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রতিক্রিয়া রায়দিঘির তৃণমূল বিধায়কের।