Tamilnadu Incident: তামিলনাড়ুতে বাংলা বলার অপরাধে ২১ দিন ধরে আটক বাংলার শ্রমিক !

ABP Ananda LIVE : রাজ্য-নির্বাচন কমিশন সংঘাত চরমে। কমিশনকে লেখা মুখ্যসচিবের চিঠিতে উল্লেখ নেই ভোটার তালিকায় কারচুপিতে অভিযুক্ত দুই WBCS অফিসারের নামও।  IAS, WBCS-সহ সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছে আইপ্যাক। ক্ষমতার অপব্যবহার, কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ শুভেন্দু অধিকারীর। তথ্য পেলেন কোথা থেকে ? পাল্টা তৃণমূল। এবার তামিলনাড়ুতে ২১ দিন ধরে আটক বাংলার শ্রমিক! বাংলা বলার অপরাধে আটক, অভিযোগ পরিবারের। দুশ্চিন্তায় শ্রমিকের স্ত্রী ও সন্তান।  কখনও রাস্তায় অবস্থান, কখনও ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ। বিক্ষোভে সামিল আম আদমি পার্টিও। আটক রাহুল-প্রিয়ঙ্কা সহ বহু বিরোধী সাংসদ। এসআইআরের প্রতিবাদে একজোট বিরোধীরা, অন্দরে অস্বস্তি রাহুলের। কংগ্রেস এতদিন কী করছিল ? প্রশ্ন তুলতেই কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রীর নির্দেশে বরখাস্ত সমবায় মন্ত্রী। বিচার চেয়ে রাস্তায় নেমে আক্রান্ত অভয়ার বাবা-মা। অভয়াকে নিয়ে রাজনীতি, আক্রমণ রাজ্যের মন্ত্রী জাভেদ খানের। ওনারা রাজনীতি করছেন তাই ভয় পেয়েছেন, পাল্টা অভয়ার বাবা।নয়ডার পর কলকাতা। বেলেঘাটায় পুলিশের নাকের ডগায় ভুয়ো থানা খুলে প্রতারণা বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতার। পুলিশের লোগো ব্যবহার করে টাকা তোলার অভিযোগ।  নীল বাতির গাড়িতে ঘুরতেন বিভাস, আসত বেঙ্গল পুলিশের গাড়ি। বিস্ফোরক স্থানীয়রা। জুলাইতেই নজরে, পুলিশ লেখা বোর্ড খুলতে বলা হয়েছিল, বেলেঘাটা থানা সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola