Tangra Fire: ’খুব তাড়াতাড়িই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে’, ট্যাংরার আগুন প্রসঙ্গে জানালেন সুজিত বসু।Bangla News
Continues below advertisement
ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন। এই প্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকলের ১০ টি ইঞ্জিন পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়িই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। আগুন যাতে তাড়াতাড়ি না ছড়াতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা যেকোন সময় ঘটতেই পারে, একটা গিঞ্জি এলাকায় কাজ করতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের এক্সপার্ট কমিটি কাজ শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় সার্ভেও চলছে। এখন প্রাথমিক কাজ হল আগুন নিয়ন্ত্রণে আনা।“
Continues below advertisement
Tags :
ABP Ananda Sujit Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Fire Engines Tangra Fire Fire In Tangra এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Massive Fire In Tangra Tangra Fire Broke Out Tangra Fire Rescue Operations ট্যাংরায় অগ্নিকাণ্ড ট্যাংরা ক্রিস্টোফার রোড এবিপি আনন্দ