Tangra News: পাওনাদাররা ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি কেন? প্রশ্নে রহস্য় ক্রমশ বাড়ছে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ট্য়াংরার বাড়ি থেকে, তিন মহিলার মৃতদেহ উদ্ধারের পর, সবথেকে বড় হয়ে উঠেছে এই প্রশ্নটাই। মৃতদেহগুলি দোতলায় থাকলে, ম্য়াজেনাইন ফ্লোরে রক্তের দাগ কেন?  মঙ্গলবার দিনভর পাওনাদাররা ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি কেন? মহিলাদের মৃত্য়ু কি আরও আগেই? একের পর এক প্রশ্নে রহস্য় ক্রমশ বাড়ছে।

মহাকুম্ভকে 'মৃত্যুকম্ভ' বলে কটাক্ষ মমতার, পাল্টা জবাব যোগী

মহাকুম্ভকে 'মৃত্যুকম্ভ' বলে কটাক্ষ মমতার, পাল্টা জবাব যোগীর। 'সংক্রমিত ব্যক্তির চিকিৎসা হয়, সংক্রমিত মনের চিকিৎসা হয় না। সনাতন ধর্মের জন্য কিছু আয়োজন করা কি কোনও অপরাধ? তাহলে আমাদের সরকার এই অপরাধ করছে, এবং আগামীতে করবে। আমরা বিশ্বাস করি, এদেশে সনাতন ধর্ম রাষ্ট্রীয় ধর্ম, বলেছেন যোগী আদিত্যনাথ। 

আগামী বিধানসভায় জোরদার খেলা হবে। ফুটবল মাঠের মতো সেখানে রেফারি বা লাল কার্ড থাকবে না। তাই নিজের নিজের মতো করে তৈরি হন। হরিশ্চন্দ্রপুরে IC-কে পাশে বসিয়ে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন শাসক দলের নেতা। সম্প্রতি মালদার অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola