Tangra News: ট্যাংরাকাণ্ডে এবার প্রসূনের 'স্বীকারোক্তি' | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ট্যাংরায় ২ মহিলাকে খুন করেছিল কে? এবার প্রসূনের 'স্বীকারোক্তি' । 'বৌদি ও স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে হাত-গলা কেটেছিল প্রসূনই' । জিজ্ঞাসাবাদের এমনই স্বীকারোক্তি ছোট ভাইয়ের: পুলিশ সূত্র । তাহলে প্রণয়ের নাবালিকা কন্যাকে খুন করল কে? । ট্যাংরাকাণ্ডের ৩জন খুনের ১০দিন পরেও ধোঁয়াশা! । 'পায়েসের মধ্যে বিষ মিশিয়েছিল বড় ভাই প্রণয়' । 'বালিশ দিয়ে মুখ চেপে বৌদি-স্ত্রীর হাতের শিরা-গলা কাটে প্রসূন' । 'বাঁচার জন্য চেষ্টা করেছিল স্ত্রী রোমি, তাই শরীরে আঘাতের চিহ্ন' । পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে এমনই স্বীকার প্রসূনের: লালবাজার সূত্র

আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার

আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভয়ার পরিবারের। সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি গিয়ে CBI অধিকর্তার কাছে লিখিত অভিযোগ। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি নিহত চিকিৎসকের পরিবারের। শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে। সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে CBI-এর কাছে দেওয়া চিঠিতে। 

কুলটিতে ইসিএলের ১, ২ নম্বর কোলিয়ারিতে চাকরির তালিকা ঘিরে তুলকালাম। একপক্ষের তালিকা মানতে নারাজ আরেক পক্ষ। বেসরকারি সংস্থার হাতে কয়লা উত্তোলনের বরাত। স্থানীয়দের কাদের চাকরি? ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola