Tapan Chatterjee: অধ্যক্ষ হস্তক্ষেপ করলেও নিজের অবস্থানে অনড় তপন চট্টোপাধ্যায়। ABP Ananda Live
অধ্যক্ষ হস্তক্ষেপ করলেও নিজের অবস্থানে অনড় তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ প্রত্যাহার করছেন না পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। 'অধ্যক্ষের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু অভিযোগ প্রত্যাহার করছি না। আবার এই ধরনের মন্তব্য করলে, আবার বলব।'মন্তব্য পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের
বিধানসভায় শুভেন্দু অধিকারী-তপন চট্টোপাধ্যায়ের বচসা
অনভিপ্রেত ঘটনা, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
গতকাল পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে বিরোধী দলনেতার দিকে তেড়ে যান পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। দু’জনে বাগ্বিতণ্ডা জড়িয়ে পড়েন। স্পিকার
বলেন, সবাইকে অনুরোধ, বাইরের রাজনৈতিক ঘটনা ভিতরে টেনে আনবেন না। কেউ যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে তাঁর এমন কোনও আচরণ করা উচিত নয়। স্পিকারের বক্তব্যে বিধানসভায় প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা।
শাসক এমন আক্রমণ করলে কি আমাদের চুপ করে শুনতে হবে?
প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এমন কিছু বলবেন না, যাতে কেউ অসম্মানিত হন, মন্তব্য করেন স্পিকার।