Sat Sokale: কুন্তল ঘোষকে নিয়ে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অভিযোগ, তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর
তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের উচ্চস্তর থেকে নিচুস্তর অবধি, পুরোটাই দূর্নীতিতে ভরে গেছে, আক্রমণ করেছে বিজেপি। তাপস মণ্ডলের বক্তব্যের নেপথ্যে কোনও পরিকল্পনা আছে কিনা, সেই প্রশ্ন তুলেছে তৃণমূল।
হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা,অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার।হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করা হবে সিসি ক্যামেরার ফুটেজ, অন্যান্য ছবি । ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে টিম।
গ্রুপ D-তে নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন, CBI আদালতে দাবি করে, ২ হাজার ৮২৩ টি OMR শিট বিকৃত করা হয়েছে। যার মধ্যে ২২৭ জন ফাঁকা খাতা জমা দিয়েছেন।