10Tay 10 Dik seg1: তৃণমূল নেতা কুন্তল ঘোষকে নিয়ে তাপস মণ্ডলের অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের উচ্চস্তর থেকে নিচুস্তর অবধি, পুরোটাই দূর্নীতিতে ভরে গেছে, আক্রমণ করেছে বিজেপি। তাপস মণ্ডলের বক্তব্যের নেপথ্যে কোনও পরিকল্পনা আছে কিনা, সেই প্রশ্ন তুলেছে তৃণমূল।
গ্রুপ D-তে নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে হলফনামা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন, CBI আদালতে দাবি করে, ২ হাজার ৮২৩ টি OMR শিট বিকৃত করা হয়েছে। যার মধ্যে ২২৭ জন ফাঁকা খাতা জমা দিয়েছেন।
আগামী সপ্তাহের শুরুতে তলব জাকির হোসেনকে(Jakir Hossain )। কলকাতার আয়কর অফিসে(Income Tax Office) জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে তলব। গত ৫ বছরে জাকিরের আয়ের নথি, তাঁর দেওয়া আয়কর, ও ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসতে নির্দেশ। উদ্ধার হওয়া ১১ কোটি (Money Recovered) টাকার উৎস জানতে জাকিরকে তলব।
পুণ্যস্নানের মধ্যেই ঘন কুয়াশার জেরে সাগরের কচুবেড়িয়ার লট এইট থেকে বন্ধ লঞ্চ ও ভেসেল পরিষেবা