Tapas Mondal: ইডি দফতরে হাজিরা দিয়েই তাপসের মুখে মানিক ‘কীর্তি’

Continues below advertisement

৫ ঘণ্টা পার, এখনও কলকাতায় ইডি দফতরে মানিক-ঘনিষ্ঠ তাপস। ইডি দফতরে হাজিরা দিয়েই তাপসের মুখে মানিক ‘কীর্তি’। ছাত্র পিছু টাকা নিতেন মানিক, ইডির অভিযোগে তাপসের ‘মান্যতা’। টাকা নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক। ডিএলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তির টাকা যেত মানিকের কাছেই। ছাত্র পিছু ৫ হাজার টাকা করে দেওয়া হত মানিককে। মানিককে টাকা দেওয়া হত নগদেই। সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে এসে বিস্ফোরক তাপস মণ্ডল। ডিএলএড কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ। ৬০০ কলেজে পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ। সেই নগদ টাকা সরাসরি যেত মানিক ভট্টাচার্যর কাছে, অভিযোগ ইডির। ইডি-র অভিযোগে সিলমোহর তাপস মণ্ডলের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram