Tapas Mondal: ১২ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে মানিক-ঘনিষ্ঠ তাপস
১২ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। 'টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে, টাকা চাইব না?' কুন্তলের কাছ থেকে টাকা চাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস। 'যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছে চাকরির জন্য ৩২৫জনকে পাঠানো ভুল হয়েছিল', স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস। 'সবাই বলছে টাকা না দিলে চাকরি হবে না, তাই যেখানে টাকা দিলে চাকরি হয়, সেখানে দিয়েছি', কুন্তলের ফ্ল্যাটে আমার অফিস ছিল না, যুব তৃণমূল নেতার স্ত্রীর দাবিও খারিজ তাপসের।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda SSC Case ABP Ananda Bengali News Kuntal Ghosh - Bengali News