Tapas Roy: 'কেউ সবুজ রং মাখালেও স্বাগত, কিন্তু স্লোগান থাকবে গেরুয়ার পক্ষেই', মন্তব্য তাপস রায়ের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির । গেরুয়া শিবিরে যাওয়ার পুরস্কার পেলেন তাপস রায়, অর্জুন সিংহ । কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বনাম বিজেপির তাপসের লড়াই । 'উত্তর কলকাতার মানুষ এবার দুষ্টের দমন, শিষ্টের পালন করবেন' । 'কেউ সবুজ রং মাখালেও স্বাগত, কিন্তু স্লোগান থাকবে গেরুয়ার পক্ষেই' । কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়ে মন্তব্য তাপস রায়ের । কলকাতা উত্তরে তাপস রায়ের লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে
Continues below advertisement