Morning Headlines: ভোটের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন তাপস রায়ের, সুদীপের বিরুদ্ধে বিষোদগার

লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পন্ন ছিন্ন তাপস রায়ের। ইস্তফা বিধায়ক পদ থেকেও। 

সুদীপের বিরুদ্ধে বিষোদগার। তাপস রায়ের মানভঞ্জন করতে গিয়ে শোকজের চিঠি পেলেন কুণাল। শোকজ তাপসকেও, তৃণমূল সূত্রে খবর। 

তাপস রায় নিয়ে মন্তব্যে নারাজ সুদীপ-নয়না। 

এবার কি বিজেপিতে তাপস ? প্রতিপক্ষ দলে যোগ দেবেন না, আর্জি কুণালের। বিজেপির হয়ে উত্তর কলকাতার টিকিট পেতে লোভ, আক্রমণ কল্যাণের। বড় ডিলের অফার, আক্রমণ শান্তনুর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola