Job Scam :কোটি কোটির লেনদেন ! সিবিআইয়ের স্ক্যানারে তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্ট
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন। সিবিআইয়ের দাবি, ২০২২-এর ১৬ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল, এই ২ মাসে প্রবীরের একটি অ্যাকাউন্টেই ঢুকেছিল ১ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার টাকা।তৃণমূল বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়কের আরেকটি অ্যাকাউন্টে ৬১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছিল। কী কারণে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকল, তা খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, এর পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে বিধায়ক তাপস সাহার ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআইয়ের অনুমান, আপ্ত সহায়ককে সামনে রেখে বকলমে নিয়োগ দুর্নীতির চক্র ফেঁদে বসেছিলেন তাপসই। এ নিয়ে আরও তথ্য জানতে রাজ্য দুর্নীতিদমন শাখার তদন্তকারী অফিসারদের সঙ্গেও সিবিআই আধিকারিকদের কথা বলার সম্ভাবনা রয়েছে।