Tarak Singh: ভগবান খাটুশ্যামের জন্মদিনে পদযাত্রায় সামিল মেয়র পারিষদ তারক সিংহ। Bangla News
ভগবান খাটুশ্যামের আজ জন্মদিন। সেই উপলক্ষ্যে রং বেরঙের পতাকা নিয়ে নিউ আলিপুরে পদযাত্রায় সামিল হলেন বহু মানুষ। নিউ আলিপুরের হিন্দুস্তান পার্ক থেকে শুরু করে সেই পদযাত্রা চণ্ডীমন্দিরে শেষ হয়। গান, নাচ সহকারে চলে পদযাত্রা। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিলিও হয়। নেতৃত্বে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ।
Tags :
Bangla News Bangla News Live Tarak Singh Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Rally ABP Ananda Bengali News Bhagaban Khatushyam