Tarapith Temple: তারা মায়ের আবির্ভাব দিবসে বিশেষ পূজা। ABP Ananda Live

Continues below advertisement

আজ তারা মায়ের আবির্ভাব দিবস। আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব হয়। কথিত আছে, পাল রাজত্বের সময় জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষে প্রতি বছর এইদিনে তারাপীঠে (Tarapith Temple) বিশেষ পুজোর আয়োজন করা হয়। আজ ভোর ৩টেয় গর্ভগৃহ থেকে তারা মায়ের মূর্তি বের করে বিরাম মঞ্চে তাঁর ছোট বোন মুলুটির মা মৌলিক্ষার মন্দিরের অভিমুখে পশ্চিমদিকে বসানো হয়। জীবিত কুণডু থেকে জল এনে মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram