Mio Amore: বাটার ফ্রুট কেক থেকে রিচ পাম কেক, বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে

Continues below advertisement

ABP Ananda Live: বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে। রয়েছে বাটার ফ্রুট কেক থেকে রিচ পাম কেক -সহ বিভিন্ন বাহারি স্বাদ। ক্রেতাদের টানছে রিচ চকোলেট লোফ-ও।

উধাও হবে শীত, নাকি কনকনে ঠান্ডা ? বড়দিন থেকেই তাপমাত্রায় বড় বদল, আবহাওয়া দফতর দিল বড় আপডেট

রাজ্য জুড়ে শীতের দাপট। তবে, সোমবারের মতো আজও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। গতকাল, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ছিল শূন্য দশমিক ৭ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।          

মঙ্গলবার সেই একই তাপমাত্রা বহাল থাকল কলকাতায়। কুয়াশার জন্য গত কয়েকদিনে তাপমাত্রা কমছিল। গতকাল থেকে স্বাভাবিকের থেকে সামান্য বেশি হয়েছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার অর্থাৎ বড়দিন থেকে ফের তাপমাত্রা কমে যেতে পারে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola