Morning Headlines: রাজ্যের ফের সিঙ্গুর-ধাক্কা, 'কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ', হেফাজতে জ্যোতিপ্রিয়, আজ জেরা
ন্যানো (Nano) বিদায়ের ১৫ বছর পর সিংগুরে ধাক্কা রাজ্যের (Westbengal)। কারখানা না হওয়ায় টাটাকে সুদ-সহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে, রায় ট্রাইবুনালের, বিবৃতি টাটা মোটরসের।
টাটাকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দিতে হবে ১১ শতাংশ হারে সুদ।
৭ বছরে ১১ শতাংশ হারে সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি। আদালতে যেতে পারে রাজ্য, মত বিশেষজ্ঞদের। রাজ্য দেউলিয়া হয়ে যাবে, কটাক্ষ সিপিএমের।
সুস্থ জ্যোতিপ্রিয়, হেঁটেই বেরোলেন অ্যাপোলো হাসপাতাল থেকে। বনমন্ত্রীকে নিজেদের হেফাজতে পেল ইডি। আজ থেকে টানা জেরা। দেওয়া হল বাড়ির খাবার, পোশাক।
দিঘায় ৩টি বেনামে হোটেল রয়েছে জ্যোতিপ্রিয়র। ছবি দেখিয়ে দাবি বিরোধী দলনেতার। শুভেনদুর কতগুলি পেট্রোল পাম্প, ট্রলার ? তথ্য দিক, পাল্টা কুণাল।