TET Recruitment Scam: টেট পাশ না করেই চাকরি, শিক্ষিকার স্বামীর দাবিতে ফের নাম চন্দন মণ্ডলের
Continues below advertisement
সাড়ে ৭ লক্ষ টাকায় স্কুলের চাকরি বিক্রির অভিযোগ উঠল বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে। টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করলেন নদিয়ার কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী জয়ন্ত বিশ্বাস। চন্দন নামে একজনকে টাকা দিয়েছিল বলে শুনেছি। জানালেন টেট অনুত্তীর্ণা বলে অভিযুক্ত পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী নদিয়ার কল্যাণীর বাসিন্দা জয়ন্ত বিশ্বাস। পাপিয়া নদিয়ার হবিবপুরের রাঘবপুর রূপান্তরিত নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষিকা।
Continues below advertisement
Tags :
Teacher Recruitment Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News TET