Teacher Protest: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চাকরিহারা শিক্ষকের, প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদের
ABP Ananda LIVE : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চাকরিহারা শিক্ষকের, প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদের I অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষকের মৃত্যু I 'আমাদের সহযোদ্ধা শিক্ষক প্রবীণ কর্মকার, দুটি কিডনিতে সমস্যা ছিল' I'চাকরি হারিয়ে চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তাতে জর্জরিত ছিলেন' I'মুখ্যমন্ত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রনাকে ত্বরান্বিত করেছে', দাবি চাকরিহারাদের I'শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একাধিক ব্যক্তি শারীরিক ও মানসিক যন্ত্রনায় আক্রান্ত হয়েছে', দাবি চাকরিহারাদের I
প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার
'মুর্শিদাবাদ, মালদার ঘটনার পিছনে বিজেপি। বিজেপি দাঙ্গা করেছে, উপযুক্ত প্রমাণ আছে। বাংলার সরকার নির্মম নয়, মানবিক সরকার, বিজেপি জুমলা সরকার। আলিপুরদুয়ারে কেন অসম থেকে লোক নিয়ে এসেছেন ?', প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার
অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারাদের
চাকরিহারা শিক্ষক প্রবীণ কর্মকারের মৃত্যুতে শোকপ্রকাশ। এবার নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিন সাংবাদিক সম্মেলন করে অর্ধনগ্ন মিছিলের ডাক দিল চাকরিহারা আন্দোলনকারীদের দল।