North Bengal Flood: প্রবল বৃষ্টির জেরে জলপাইগুড়িতে তিস্তায় লাল সতর্কতা জারি। ABP Ananda Live

Continues below advertisement

North Bengal Flood:  প্রবল বৃষ্টির জেরে জলপাইগুড়িতে (Jalpaiguri) তিস্তায় লাল সতর্কতা জারি। তিস্তা নদীর (Teesta River) অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর। ঝাড়খণ্ডে (Jhaarkhand) প্রবল বৃষ্টি(Heavy Rain) , ডিভিসির (DVC) ছাড়া জলে প্লাবিত তারকেশ্বরের একাংশ। হুগলির জাঙ্গিপাড়ার ২ গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত, জলের তলায় কৃষিজমি। হুগলির খানাকুলের (Khanakul) একাধিক গ্রাম জলের তলায়, বিপদ সীমার উপরে দামোদর। সকাল ৯টা পর্যন্ত ৯৯ হাজার ৩৫০ কিউসেক জল ছাড়া হল দুর্গাপুর ব্যারেজ থেকে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা। নিম্নচাপের জেরে কালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (rain forecast)।



Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram