Nandigram News: নন্দীগ্রামে হাই মাদ্রাসার ভোটের মনোনয়নে উত্তেজনা

ABP Ananda LIVE: নন্দীগ্রামে হাই মাদ্রাসার ভোটের মনোনয়নে উত্তেজনা । সিপিএমের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধার অভিযোগ । সিপিএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ । মারধরের ঘটনায় আহত বেশকয়েকজন সিপিএম কর্মী । হামলার ঘটনা অস্বীকার তৃণমূলের 

 

কার্সিয়ঙে বাঙালি পর্যটকের রহস্যমৃত্যু

কার্সিয়ঙে বাঙালি পর্যটকের রহস্যমৃত্যু। পাহাড়ের ওপর হোম স্টে থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়, তিনি হাওড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত শনিবার ডাউহিল রোডের এই হোম স্টে-তে ৬ জন এসে ওঠেন। এই ৬ জনের মধ্যে ৪ জন মহিলা ছিলেন। এঁরা সকলেই কলেজের বন্ধু বলে পুলিশ জানতে পেরেছে। সবার আজই ফিরে যাওয়ার কথা ছিল। আজ ভোর ৫টা নাগাদ ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনেন স্থানীয়রা  দেখা যায়, হোম স্টে-র সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সপ্তনীল। কার্সিয়ং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পড়ে গিয়ে মৃত্যু, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে? তদন্তে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola