Terrorist Arrested: মধ্যপ্রদেশ থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়

Continues below advertisement

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ট্রানজিট । রিমান্ডে নিয়ে আসা হল কলকাতায়। আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে আবদুল রকিব কুরেশিকে। STF সূত্রে জানা গেছে, সন্দেহভাজন জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে সিক্রেট চ্যাট অ্যাপ ব্যবহার করত। তার মাধ্যমেই সাঙ্কেতিক ভাষায় চলত কথাবার্তা। কোথায় নাশকতার ছক ছিল? কারা ছিল নিশানায়? সন্দেহভাজন জঙ্গিদের মডিউল এ রাজ্যে কতটা ছড়িয়েছে? হ্যান্ডলার কারা? এসবই এখন তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন। ধৃত সন্দেহভাজন জঙ্গিদের জেরা করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে STF।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram