TET Agitation: ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলনে অনড় ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। Bangla News
কালীপুজো উপলক্ষ্যে শহরজুড়ে আলোর রোশনাই। ওঁদের জন্য শুধুই অমাবস্যার অন্ধকার। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলনে অনড় ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। ৬৭ দিনে পড়ল তাঁদের ধর্না-অবস্থান। হাতে ধরা পোস্টারে হকের চাকরির দাবি। উত্সবের মেজাজে গোটা বাংলা। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সেই সব উপেক্ষা করে ধর্মতলায় ধর্নামঞ্চে হাজির চাকরিপ্রার্থীরা।
Tags :
Agitation Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Tet Scam