TET Agitation Bail: 'আজকে প্রমাণিত হল, আমাদের এটা নৈতিক জয়', আদালত থেকে বেরিয়ে বললেন অরুণিমা। Bangla News

Continues below advertisement

ধোপে টিকল না পুলিশের সওয়াল, ৩০ জনেরই জামিন। চাকরি চেয়ে পুলিশের কামড়, গ্রেফতারের পর ৩০ জনেরই জামিন। ৭দিন ধরে রোজ তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ কোর্টের। চাকরি চেয়ে চাকার তলায়, পুলিশের কামড়, আক্রান্তকেই গ্রেফতার! রক্তাক্ত হাত নিয়ে থানায় আক্রান্ত, কামড় দেওয়া পুলিশ হাসপাতালে! অরুণিমা পাল-সহ ৩০ জনের জামিন মঞ্জুর আদালতের। ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে এলেন অরুণিমা। 'আজকে প্রমাণিত হল, আমাদের এটা নৈতিক জয়, আমরা কেউ ক্রিমিনাল নই। আমরা ন্যায্য, আমাদের নিয়োগ অনিবার্য।' আদালত থেকে বেরিয়ে বললেন অরুণিমা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram