Tet Exam: 'টেট এবং নিয়োগ এক নয়', টেটে নিয়োগ প্রসঙ্গে বলেন পর্ষদ সভাপতি
ABP Ananda Live: দুহাজার বাইশ ও তেইশ। পরপর দুবছর টেট হয়েছে, কিন্তু নিয়োগ হয়নি। ফলে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই প্রেক্ষিতে পর্ষদ সভাপতি বলেন, "টেট এবং নিয়োগ এক নয়। নিয়োগ প্রক্রিয়ায় টেট একটা সূচক মাত্র। পঞ্চাশের মধ্যে ৫ নম্বর থাকে টেটের জন্য। টেট পাস করেছেন মানে এই নয় যে, চাকরি পাওয়ার যোগ্য। আমাকে দেখতে হবে শূন্য পদ আছে কিনা।" কিন্তু মুখ্য়মন্ত্রী আবার অতীতে চাকরি আটকে যাওয়ার জন্য় বারবার কখনও বিরোধী দল, কখনও মামলাকে দায়ী করেছেন!
চাকরি চেয়ে ফের পথে ২০২২-এর TET উত্তীর্ণরা । দ্রুত নিয়োগের দাবিতে পথে নামেন তাঁরা। কবে মিলবে চাকরি ? সেই প্রশ্ন তুলে সরব হন। সল্টলেকে প্রতীকী বেকার মেলা ও চপ ভেজেও প্রতিবাদ জানান TET উত্তীর্ণরা। এদিন নিয়োগের দাবিতে পথে নামেন ২০২২-এর টেট উত্তীর্ণরা । সেখানে তাঁরা আলাদাভাবে চপ ভাজার আয়োজন করেন। প্রতীকী বেকার মেলা করেন তাঁরা। একাধিক স্টলে চপ ভাজার সরঞ্জামই শুধু নয়, তা তৈরি করতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, ২০২২-এ তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কোনও মাইক ব্যবহার বা এই জাতীয় কোনও বিশেষ কর্মসূচিতে না গিয়ে, আদালতের অনুমতির ভিত্তিতে তাঁরা ইন্দিরা ভবনের সামনে কর্মসূচি পালন করেন। তাঁদের ইচ্ছা ছিল, এটা তাঁরা বিকাশ ভবনে করবেন। কিন্তু, এখন তাঁরা সেই অনুমতি পাননি। তাই ইন্দিরা ভবনের সামনে অনুমতির ভিত্তিতে কর্মসূচি পালন করেন।