Chandranath Sinha : ED কোর্টে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহের

ABP Ananda LIVE : ED কোর্টে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহের। ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন ED-র। সাক্ষীদের প্রভাবিত করছেন মন্ত্রী, আদালতে অভিযোগ ED-র। এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন, মন্ত্রী চন্দ্রনাথের আইনজীবীর। 'আগামী শুক্রবারের মধ্যে ED-র আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে'।

আরও পড়ুন...

সোনারপুরে তোলাবাজদের দাপট, জমির মালিকের কাছ থেকে ৭৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ

সোনারপুরে তোলাবাজদের দাপট। জমির মালিকের কাছ থেকে ৭৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দেওয়ায় মারধর, মালিক শাহজাহান গাজিকে জমিতে কাজ করতে 'বাধা'। অভিযোগে সরগরম রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানানোর পরেও গ্রেফতারি শূন্য। 

এবার শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ইন্দোনেশিয়ার এক মহিলাকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল

বাংলাদেশি তো বটেই। এবার, শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ইন্দোনেশিয়ার এক মহিলাকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল। তাঁর থেকে উদ্ধার হয়েছে ভারত ও ইন্দোনেশিয়া দুই দেশেরই পরিচয়পত্র। যদিও, দুই জায়গায়, দুই ধরনের নাম লেখা রয়েছে তাঁর। পরবর্তীতে, তাঁকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola