DA Protest: বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, বিধানসভা অভিযানের ডাক ১২ জুলাই কমিটির| ABP Ananda Live
DA Protest : বকেয়া ডিএ-র (DA) দাবিতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে(Protest) ২২ দিন। ৮ দিনে পড়ল অনশন। বাজেটে (Budget) তিন শতাংশ বর্ধিত ডিএ-র (DA) ঘোষণা করেছে রাজ্য় সরকার (state government)। কিন্তু এই ঘোষণায় সরকারি কর্মীদের (Government employee)একাংশ খুশি হলেও, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে আন্দোলনরত কর্মচারীরা। আজ ধিক্কার দিবস পালন করছেন তাঁরা। কালো ব্যাচ (Black Badge) পরে কাজ করবেন সরকারি কর্মীরা।আজই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। এদিকে, আগামী সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টা কর্মবিরতির (Strike) ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।রাজ্য সরকারি কর্মচারীরাও সামিল হন সেই মিছিলে। দুপুর আড়াইটে নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ের দিকে মিছিল এগোনোর সময় পুরসভার সামনে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড না ভাঙলেও ব্যারিকেডের সামনে বসে পড়েন আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণ চলে পুলিশের সঙ্গে বাদানুবাদ। প্রায় দুঘণ্টা অবরুদ্ধ থাকে এসএন ব্যানার্জি রোড। এরপর মিছিল থেকে একটি প্রতিনিধি দল রাজভবনে যায় রাজ্যপালের কাছে স্মারকলিপি দিতে।