High Court: গোঠা হাইস্কুলের চাকরি পাওয়ার মামলা অসন্তোষপ্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর | ABP Ananda LIVE

Continues below advertisement

গোঠা হাইস্কুলে নথি জালিয়াতি করে চাকরি পাওয়ার মামলা অসন্তোষপ্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর । সিআইডি-র ৬ নম্বর রিপোর্টের পরেও অখুশি বিচারপতি । '৬টি রিপোর্ট দেখে কোথাও বোঝা যাচ্ছে না এই দুর্নীতির কার্যপদ্ধতি কী'
'কী পরিকল্পনা করে এই দুর্নীতিকে বাস্তবায়িত করা হয়েছিল তার উল্লেখ এই রিপোর্টগুলিতে নেই' । 'কীভাবে দুর্নীতি ঠেকানো যায়, তার উল্লেখও এই রিপোর্টে নেই' । এই ধরনের রিপোর্টের কি আদৌ প্রয়োজন আছে ? প্রশ্ন বিচারপতির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram