Ananda Sakal ii: খারিজ হল জামিনের আবেদন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজতে থাকতে হবে SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। Bangla News
খারিজ হল জামিনের আবেদন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজতে থাকতে হবে SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। নিয়োগ-দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন সুবীরেশ। নম্বর কারচুপিতে ভূমিকা ছিল SSC’র প্রাক্তন চেয়ারম্যানের। গতকাল আদালতে এই দাবি করেন CBI’এর আইনজীবী। সিবিআই-এর আরও দাবি, প্যানেল তৈরির আগে অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদল করতেন তিনি। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে, তালিকার বাইরে অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে নিয়োগে ভূমিকা ছিল সুবীরেশের। এরপরই CBI’এর তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বিচারক বলেন, কার কার বয়ান নিয়েছেন, যার ভিত্তিতে এ’কথা বলছেন? সেটা দেখান। এরপর CBI’এর তদন্তকারী অফিসার সেই সব নথি বিচারকের হাতে তুলে দেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর আলিপুরের বিশেষ CBI আদালতকের বিচারক
সুবীরেশ ভট্টাচার্যকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দেন।