Nandigram News: নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। Bangla News
Continues below advertisement
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের। আজ প্রতিবাদমঞ্চে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা। পুলিশের সঙ্গেও কথা বলেন তাঁরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল গোকুলনগরের করপল্লিতে আলাদাভাবে শহিদ দিবস পালন করে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের মঞ্চে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ও অখিল গিরি। তৃণমূলের অভিযোগ, সেই মঞ্চের একাংশ পুড়িয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Nandigram