Manipur Landslide: রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ I Bangla News
রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। এখনও পর্যন্ত ৬ জনের দেহ ফেরানো হয়েছে। এঁরা সবাই দার্জিলিং, মিরিক ও কার্সিয়ঙ ও জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। দুটি বিমানে রাজ্যে পৌঁছচ্ছে ১০ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরা বিমানবন্দরে নামার পর দেহগুলি নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।
Tags :
ABP Ananda Darjeeling Territorial Army ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Manipur Landslide Bangla News