Uluberia: উলুবেড়িয়ায় উদ্ধার ৭ দিন ধরে নিখোঁজ পলিটেকনিক পড়ুু্য়ার মৃতদেহ | ABP Ananda Live

Uluberia: বেহালার (Behala) পলিটেকনিক পড়ুয়ার (Polytechnic Student) রহস্যমৃত্যু হাওড়ার (Howrah) উলুবেড়িয়ায় (Uluberia)। গঙ্গার ঘাট (Ganga Ghat) থেকে উদ্ধার হল ৭ দিন ধরে নিখোঁজ ছাত্রের পচাগলা মৃতদেহ। বছর ১৯-এর হার্দিক দাস (Hardik Das) বেহালার (Behala) সেনহাটি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্ঞান ঘোষ পলিটেকনিকের (Jnan Chandra Ghosh Polytechni) প্রথম বর্ষের পড়ুয়া হার্দিক গত ১৪ ফেব্রুয়ারি কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, নিখোঁজ পড়ুয়ার মোবাইল ফোন (Mobile Phone) ট্র্যাক করে টালা ও দমদম স্টেশনে (Dumdum Station) টাওয়ার লোকেশন মেলে।রেল পুলিশের দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে (CCTV Footage) ওই ছাত্রকে দমদম স্টেশনে এক যুবকের সঙ্গে কথা বলতেও দেখা যায়। এরপরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। গতকাল উলুবেড়িয়ার হীরাপুরে গঙ্গার ঘাট থেকে নিখোঁজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola