Mid Day Meal: রাজ্য়ে মিড ডে মিল প্রকল্প কেমন চলছে, দেখতে আসছে কেন্দ্রীয় দল। Bangla News
কোথাও সাপ, কোথাও ইঁদুর, কোথাও টিকটিকি। মিড ডে মিল নিয়ে গত কয়েকদিনে সামনে এসেছে এমন অভিযোগ। এই প্রেক্ষিতে মিড ডে মিল প্রকল্প কেমন চলছে, দেখতে আসছে কেন্দ্রীয় দল। রাজ্য়ের আধিকারিকদের নিয়ে তারা খতিয়ে দেখবে, রান্নাঘরের কী অবস্থা? ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না। খাবার পরীক্ষা হচ্ছে কিনা। অন্য়দিকে এই দলের আসা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Tags :
Bangla News Bangla News Live Mid Day Meal Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Central TEAM