Mamata Banerjee: রথের রসিতে টান দিয়ে মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দেড়শোটি দেশের ৭০০টি শহরে আজ মহা সমারোহে রথযাত্রা উদ্যাপন করছে ইসকন।
মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথযাত্রা। সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কের অ্য়ালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে। ৭ দিন পর এখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা। বিশ্বের দেড়শোটি দেশের ৭০০টি শহরে আজ মহা সমারোহে রথযাত্রা উদ্যাপন করছে ইসকন।
আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশ্যে এই রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ। লোহার পাত দিয়ে মোড়া রথের মোট ৩৪টি চাকা আছে।মহিষাদলের রথের উচ্চতা প্রায় ৪০ ফুট।