Kamduni Verdict: কামদুনিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন CID আধিকারিকরা | ABP Ananda LIVE
কামদুনিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন CID আধিকারিকরা। হাইকোর্ট ৬ অভিযুক্তের মধ্যে ৪ জনকে মুক্তির নির্দেশ দেওয়ার পর রাতেই কামদুনিকাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়ালের বাড়িতে যায় CID। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় নির্যাতিতার পরিবার। CBI তদন্তের দাবি তোলেন তাঁরা।