Viswa Bharati: বিদুৎ-বিদায়ের পরে অবশেষে বিশ্বভারতীতে ভেঙে ফেলা হল বিতর্কিত ফলক | ABP Ananda LIVE

Continues below advertisement

Viswa Bharati Plaque Controversary:  বিদুৎ-বিদায়ের পরে অবশেষে বিশ্বভারতীতে ভেঙে ফেলা হল বিতর্কিত ফলক। বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে কেন ভাঙা হল ফলক? উঠছে প্রশ্ন। যে ভাবে নির্দেশ এসেছে, সে ভাবেই ফলক ভাঙা হয়েছে, জানালেন বিশ্বভারতীর মুখ্য জনসংযোগ আধিকারিক। ফলকে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকবে। আগের ফলকে প্রধানমন্ত্রী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নাম থাকলেও, ছিল না কবিগুরুর নাম । বিশ্বভারতী ক্যাম্পাসে থাকা ৩টি ফলক ভেঙে ফেলা হবে। ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় ইউনেসকো। ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতির পর উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে ৩টি ফলক বসানো হয়। ফলকে নাম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরেরই! অবশেষে ভেঙে ফেলা হল বিতর্কিত ফলক

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram