Election Commission: শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন
ABP Ananda Live: শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন সূত্রের খবর, বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে ভোটগ্রহণের সময় ক্যামেরা সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে কোনও কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে জবাব দিতে হবে প্রিসাইডিং অফিসারকেই কমিশন সূত্রে খবর, গাফিলতি নজরে আসলে সরিয়ে দেওয়া হবে প্রিসাইডিং অফিসারকে । গাফিলতির অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হতে পারে । সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোটের জন্য একধাপে কিউআরটি-র সংখ্যা বেড়ে হল ১ হাজার ৯৫৮
ভোট পরবর্তী হিংসা অব্যাহত দিনহাটায়। এবার ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল। বৃহস্পতিবার রাতে বাবলু বর্মন নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাবলু তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন। ভোটের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। গতকাল রাতে বাড়িতে ছিলেন না তৃণমূল কর্মী। অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানোর পর তাঁর স্ত্রীকে হুমকি দেওয়া হয়। যদিও হামলা ও হুমকির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।