Egra Incident : এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে অবশেষে যোগ করা হল বিস্ফোরক আইনের ধারা | ABP Ananda Live
Continues below advertisement
Egra Incident : এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে অবশেষে যোগ করা হল বিস্ফোরক আইনের ধারা। মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের ২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৯বি ধারা যোগ। খুন, খুনের চেষ্টার ধারাও যোগ করল সিআইডি। গতকাল এ নিয়ে কাঁথি আদালতে আবেদন জানায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে কাঁথি আদালত।
Continues below advertisement