Tiger Fear: পাথরপ্রতিমায় রয়্যাল বেঙ্গলকে জঙ্গলে ফেরত পাঠানো গেছে বলে দাবি বন দফতরের। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: আপাতত স্বস্তি। দক্ষিণ ২৪ পরগনার (South 24pargana) পাথরপ্রতিমায় (Patharpratima) লোকালয়ে ঘুরে বেড়ানো রয়্যাল বেঙ্গলকে (Royal Bengal) জঙ্গলে ফেরত পাঠানো গেছে বলে দাবি করল বন দফতর। গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। জাল টাঙিয়ে জঙ্গল ঘিরে ফেলার পাশাপাশি, বন দফতর খাঁচাও পাতে। সেই ফাঁদে পা না দিয়ে শেষপর্যন্ত জঙ্গলেই ফিরে গিয়েছে সুন্দরবনের (Sundarban) রাজা। ABP Ananda Live
Continues below advertisement