Nanur: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরমধ্যেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার অভিযোগ, বিশ্বভারতীতে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। নিয়োগ নিয়ে হয়েছে আর্থিক লেনদেনও, অভিযোগ গদাধর হাজরার। তাঁর অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আধিকারিক। ঘটনায় সিআইডি তদন্তের আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা।