Didir Doot: বকেয়া ডিএ নিয়ে দিদির দূতকে প্রশ্ন করে কোপের মুখে প্রধান শিক্ষক | ABPAnandaLIVE

Continues below advertisement

Chok Vanga 6ta: বকেয়া ডিএ(DA) নিয়ে দিদির দূতকে(DIDIRDOOT) প্রশ্ন করে কোপের মুখে প্রধান শিক্ষক(head master)!। বাঁকুড়ার(bankura) গঙ্গাজলঘাটিতে মালা রায়ের(mala roy) কাছে বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন প্রধান শিক্ষকের। অস্বস্তির মুখে পড়ে পাল্টা একাধিক অভিযোগ তৃণমূলের(trinomool), শোকজ(showcause) করানোর হুঁশিয়ারি । তৃণমূলের হুঁশিয়ারির পরের দিনই প্রধান শিক্ষককে প্রাথমিক পর্ষদের শোকজ । অনিয়মিত হাজিরা, মিড ডে মিলে অনিয়মের অভিযোগে শোকজ । বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলাতেই শোকজ, দাবি প্রধান শিক্ষকের । বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলাতেই শোকজ, দাবি প্রধান শিক্ষকের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram